আগরতলা, ১৬ মে ।। আগামী ১৯শে মে মঙ্গলবার দুপুরের বিমানে আগরতলা আসছেন রাজ্যের ভাবী রাজ্যপাল তথাগত রায়। ২০ মে বুধবার ওনার শপথ নেয়ার কথা আছে বলে সূত্রে খবর। শুক্রবার ওনার শপথ নেয়ার বিষয়ে চূড়ান্ত দিনক্ষন ঘোষনা করা হয়। ত্রিপুরার ভাবী রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের মুখ্য বিচারপতি দীপক গুপ্তা। জানাগেছে এর আগে একদিনের জন্য রাজে আসছেন বিদায়ী রাজ্যপাল পি বি আচারিয়া। তিনি নয়া রাজ্যপাল তথাগত রায়-র শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানাযায় প্রশাসন সূত্রে।