আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || ত্রিপুরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতির বিষয় তুলে ধরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আরো বেশি অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করেন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে ইন্দ্রজিৎ চক্রবর্তী লেখা ‘সয়েল অফ ত্রিপুরা’ নামক গ্রন্থের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এদিন রাজ্যপাল বলেন, ত্রিপুরার রাবার দেশ-বিদেশে চাহিদা যেমন রয়েছে তেমনি ত্রিপুরার আনারষেরও সুখ্যাতি রয়েছে। এই সমস্ত ফসল উৎপাদনের পাশাপাশি অন্যান্য অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আইসিএআর এর কৃষি বিজ্ঞানীরা।