দেবশিল্পী বিশ্বকর্মার পূজো নিয়ে চলছে চরম ব্যস্ততা, শেষ তুলির টান দিয়ে চলেছেন মৃৎ শিল্পীরা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ সেপ্টেম্বর || ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমায় এবার দূর্গাপূজা বয়কট করলেও দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পূজা নিয়ে গন্ডাছড়া মহকুমায় চলছে চরম ব্যস্ততা। শেষ তুলির টান দিতে ব্যস্ত কুমোরপাড়ার মৃৎ শিল্পীরা। তবে হাট বাজারে চলছে মন্দার চিত্র।উল্লেখ্য, ৩১শে ভাদ্র ১৪৩১বাংলা, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ইং, মঙ্গলবার, চতুর্দশীর পুণ্য তিথিতে এবং শতভিশা নক্ষত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা।
উল্লেখ্য, এবার আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে গন্ডাছড়ায় চলছে নানা গুঞ্জন। সম্প্রতি গন্ডাছড়া মহকুমা শাসক কর্তৃক আহুত এক সভায় মহকুমার সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা মহকুমা শাসককে সাফ জানিয়ে দিয়েছেন যে আইন শৃঙ্খলায় অশান্ত গন্ডাছড়ায় এবারের দুর্গাপূজা হচ্ছে না এবং দুর্গাপূজায় কোন ক্লাব বা সংস্থা অংশ গ্রহণ করবেন না। কিন্ত বিশ্বকর্মা পূজায় মহকুমায় কোন খামতি রাখতে চাইছেন না ভক্তরা। তবে পূজার প্রাকমুহূর্তে গন্ডাছড়া বাজারে চলছে বেচাকেনায় মন্দাভাব। ঝিমোচ্ছেন বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, বেচাকেনায় অত্যন্ত মন্দাভাব চলছে বাজারে। অপরদিকে কুমোরপাড়ায় দেবশিল্পীর উপর শেষ তুলির টান দিয়ে চলেছেন মৃৎ শিল্পীরা।
সোমবার কুমোর পাড়ায় গিয়ে মৃৎ শিল্পী রূপস পালের সঙ্গে কথা বলে জানতে চাইলে শিল্পী রূপস পাল জানান, গন্ডাছড়া কুমোর পাড়ায় মৃৎ শিল্পী রয়েছেন ৫ থেকে ৬টি পরিবার। এবারে সকলে মিলে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণের অর্ডার পেয়েছেন প্রায় ১৫০ থেকে ২০০টি। মূর্তি নির্মাণের সাজ সরঞ্জাম এবং বিভিন্ন রং এর মূল্য প্রায় আকাশ ছুঁয়া। কিন্ত মূর্তির মূল্য বাড়ছেই না। মূর্তি নির্মাণ করে সংসার প্রতিপালন করা দায় হয়ে পড়েছে। এতো অভাব অনটনের মাঝেও খুশী খুশী মনোভাবে বিশ্বকর্মার মূর্তিতে শেষ তুলির টান দিয়ে চলেছেন মহকুমার মৃৎ শিল্পীরা। আসন্ন দুর্গাপূজা বয়কট করলেও মঙ্গলবারের দেবশিল্পী বিশ্বকর্মা পূজায় কিছুটা হলেও আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারবে গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*