আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || কলকারখানা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ গৃহস্থর অঙ্গনে আজকাল দেবশিল্পী বিশ্বকর্মা পূজো হচ্ছে, কারন অনেকের ঘরেই গাড়ী রয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার ভক্তের সংখ্যাও বেড়েছে এ রাজ্যে। বলাই বাহুল্য দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারেও দেবশিল্পী বিশ্বকর্মার পূজোতে ভক্তির কোনো ঘাটতি হয়নি। মঙ্গলবার রাজ্যে সাড়ম্বরে পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার পূজো।