আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ ক্লাবের ৭২’তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে ১৬ই সেপ্টেম্বর, সোমবার সকাল ৮ ঘটিকায় সংঘের পতাকা উত্তোলন করা হয়। তারপর স্বচ্ছতা অভিযান, কচিকাঁচাদের মধ্যে বসেআঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন শহর দক্ষিণাঞ্চলের আগরতলা পুর নিগমের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার, ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, বিশিষ্ট সমাজ সেবক তথা মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় রয়, বিশিষ্ট সমাজ সেবক তথা আগরতলা শহর দক্ষিণাঞ্চলের ক্লাব কো-অর্ডিনেশন কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী, উন্নয়ন সংঘের সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তৎসঙ্গে চলে সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সর্বশেষ নিবেদন ছিলো মনসা মঙ্গল পরিবেশনা। সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক পদ্মনভ সাহা।
উল্লেখ্য, রবিবার সকালে উন্নয়ন সংঘ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি গপালন করা হয়েছিল এবং প্রবীণ নাগরিক এবং রক্ত দাতাদের মধ্যে গাছের চাড়া বিতরণ করা হয়।