বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার পূর্ত দপ্তরের অফিস কার্যালয়ে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। এই পূজাকে কেন্দ্র করে পূর্ত দপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচী করা হয়। পূজোর একদিন আগে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪০০ এর অধিক ক্ষুদে শিশুদের নিয়ে বসেআঁকো প্রতিযোগীতা করা হয়। এই প্রতিযোগীতায় তিনটি বিভাগে অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম থেকে দশম স্থান অধীকারীদের মধ্যে পূজার দিন রাত্রিবেলায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরষ্কার বিতরণ করা হয়।
পূর্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই প্রতিযোগীতায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করলো আদ্রিয়ান বর্মন, দ্বিতীয় স্থান অর্জন করলো রুদ্র চক্রবর্তী, তৃতীয় স্থান অর্জন করলো শিবাঙ্গী মজুমদার। দ্বিতীয় বিভাগে প্রথম স্থান অর্জন করলো জয়ত্রী বৈদ্য, দ্বিতীয় স্থান অর্জন করলো তানিয়া দেবনাথ, তৃতীয় স্থান অর্জন করলো প্রীয়া দাস। তৃতীয় বিভাগে প্রথম স্থান অর্জন করলো সুপ্রদ্বীপ দাস, দ্বিতীয় স্থান অর্জন করলো আরোহী সরকার, তৃতীয় স্থান অর্জন করলো শায়ন্তনী দেবনাথ।
কিছুদিন পূর্বে বন্যার আতঙ্কে ভয়ভিতির মধ্যদিয়ে সকলে দিনকাটাচ্ছে। সকলের মন থেকে বন্যার ভয়ভিতি দূর করার লক্ষ্যে এইক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে পূ্র্ত দপ্তর। উৎসবের মরশুমে যাতে করে সকলে আনন্দের মধ্যদিয়ে দিন কাটাতে পারে তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরণ দাস। পূর্ত দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপকহারে লোকসমাগম ঘটে। পূ্র্তদপ্তরের এই এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরণ দাসের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।