স্বচ্ছ ভারত অভিযানের বিরূপ চিত্র খুদ খোয়াই পৌর পরিষদ এলাকাতেই

jhhগোপাল সিং, খোয়াই, ১৭ মে ।। দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ী থেকেই বারোটি গাড়ি ভর্ত্তি ময়লা-আবর্জনার স্তুপ বেরিয়েছিল। তারপর থেকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযান কিন্তু থেমে নেই। কিন্তু খুদ খোয়াই পৌর পরিষদ এলাকাতে প্রাক্তন রাজ্যপাল পি.ভি, আচারিয়ার স্বচ্ছ ভারত অভিযানের পর প্রশাসনিক পর্যায়ে মিডিয়ামুখর এই অভিযানকে ত্বড়ান্বিত করতে দেখা গেলেও একবার, এক মুহুর্তের পর থেকে আর ফিরেও তাকাচ্ছেন না আমলা-আধিকারিকরা। প্রাক্তন রাজ্যপাল খুদ ঝাড়ু হাতে খোয়াই শহরের প্রাণ কেন্দ্র সুভাষপার্ক বাজারের সামনে সাফাই অভিযানে হাত লাগিয়েছিলেন। কিন্তু বর্তমানে খোয়াই পৌর পরিষদ এলাকাতেই সবচাইতে ব্যস্ততম এলাকা অফিসটিলা সড়ক সংলগ্ন স্থানে পরিশ্রুত পানীয় জলের ফিল্টারের সামনেই জমতে দেখা গেল আবর্জনার স্তুপ। প্রতিদিন আমলা-আধিকারিকরা এই সড়ক পথেই যাওয়া আসা করেন। পৌর পরিষদেরও নিয়ম মাফিক সাফাই অভিযান হবার কথা থাকলেও, দিনের পর দিন এভাবেই আবর্জনার স্তুপ বাড়ছে। শহরকে সুন্দর রাখতে ক্লাব বা সামাজিত সংস্থার একাংশ এগিয়ে আসলেও, পর্যায়ক্রমে এই অভিযান না হবার ফলে আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়ে গেছি। সেই সুযোগে খোয়াই জেলা সদর কার্য্যালয়ের রাস্তার দুধারে জমছে আবর্জনার স্তুপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*