আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || আসন্ন শারদীয়া দুর্গোৎসবে এবছর পুজো কার্নিভাল রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন রোড থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হয়ে শহরের পথ পরিক্রমা করে দশমীঘাট আসবে। সেই উপলক্ষে বুধবার এই দুটি জায়গা পরিদর্শন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন এই পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সাংস্কৃতি দপ্তরের সচিব জে.কে. সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, আগরতলা পুর নিগমের ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রপ্তা দত্ত সহ ট্রাফিকের আধিকারিকরা।