আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বুধবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে এক স্মারক লিপি প্রদান করা হয়। ২০১৭ সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকার হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআই এর হাতে তদন্তভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।
উল্লেখ করা যেতে পারে দুই সাংবাদিককে হত্যার পরে রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রধান করেছিলেন। পরবর্তী সময়ে সি বি আই’র কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোন অগ্রগতি হয়নি। রাজ্যপাল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আবারো এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে জার্নালিস্ট ইউনিয়ন। দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিরোধ দলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক অলক ঘোষ, সহ-সম্পাদক অভিষেক দে ও সদস্য , সমরেশ দে, জাকির হোসেন। এছাড়াও ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেন্ডার কাউন্সিলর সম্পাদিকা শেষাদ্রি দাশগুপ্ত।
বৃহস্পতিবার সাংবাদিক শান্তনু ভূমিকের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। বিকাল ৫টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্মৃতিচারণ করা হবে বলে জানানো হয়।