বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর || হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এইবছর বন্যার প্রভাবে সকলে ক্ষতিগ্রস্থ। বন্যার প্রভাবের ফলে নিয়ম রক্ষনার্থে এইবছর সবকয়টি পূজা ছোট আকারে অনুষ্ঠিত হবে। পূজার কয়েকদিন যাতে করে সকলে আনন্দে কাটাতে পারে ও কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার আরক্ষা দপ্তর। শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে শান্তিরবাজার সবকয়টি পূজা কমিটিকে নিয়ে থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকম, শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লষ্কর সহ অন্যান্যরা। আলোচনাসভার মাধ্যমে পূজার কয়েকটাদিন কিভাবে শান্তিশৃঙ্খলা বজায় রেখে চলা যায় তা নিয়ে আলোচনা করা হয়।