বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির দক্ষিন পিলাক জেলার যুব মোর্চার উদ্দ্যোগে জোলাইবাড়ী দূর্গাবাড়ী প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান মহৎদান। রক্তের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সেবা পক্ষ কালের কর্মসূচীর অ ঙ্গহিসাবে এই কর্মসূচী। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপি’র সাধারন সম্পাদক শম্ভুলাল চাকমা, দক্ষিন জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী মন্ডলের যুব মোর্চার সাধারন সম্পাদক রাজীব বিশ্বাস, বিজেপি’র যুব মোর্চার সম্পাদক সুদীপ গোপ সহ অন্যান্যরা।
যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদান করেন। রাজীব বিশ্বাস ও সুদীপ গোপের অক্লান্ত প্রচেষ্টায় এই রক্তদান শিবির সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।