বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচী হাতে নিলো ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। এই কর্মসূচীর মধ্যে শুক্রবার জোলাইবাড়ী মন্ডলের অধীনে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত রোগি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা। এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং।