আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || শুক্রবার কৈলাসহর সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
এদিন মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন যে, বৈঠকে জেলায় বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, মানুষের কাছে এখন পর্যন্ত কী কী সুবিধা পৌঁছেছে এবং বিভাগভিত্তিক আলোচনা হয়েছে। এদিন এই বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যাকবলিত মানুষের জন্য সাহায্য ত্বরান্বিত করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং বন্যার কারনে যে সকল রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে সে সকল রাস্তার দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা।