আগরতলা, ১৭ মে ।। রবিবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল পি বি আচারিয়াকে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। রাজ্যসরকারের পক্ষ থেকে রাজ্যপালের হাতে স্মারক উপহার তুলে দেন উপজাতি কল্যান মন্ত্রী অঘোর দেববর্মা। রাজভবনে রাজ্যপাল পি বি আচারিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী মানিক দে, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল পি বি আচারিয়ার পত্নীও।