আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || আসন্ন দুর্গা পূজোকে কেন্দ্র করে আগরতলা পূর্ব থানার অন্তর্গত যে সমস্ত ক্লাবগুলো দুর্গাপুজোর আয়োজন করে থাকেন সমস্ত ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আগরতলা পূর্ব থানায় রবিবার এক বৈঠকের আয়োজন করা হয়। মূলত এই বৈঠকে ট্রাফিক দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, আগরতলা পুর নিগম সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।