আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || “হোটেল এপার বাংলা” এর শুভ উদ্ধোধন হয় রবিবার। এদিন সকালে রাজধানীর আখাউড়া রোডস্থিত বর্ডার গোলচক্কর এলাকায় “হোটেল এপার বাংলা” এর উদ্বোধন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তথা ৩৬ন ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, হোটেল কর্ণধার বেনু মিঞা, আগরতলা পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস, ৩৬নং ওয়ার্ডের কর্পোরেটর নীতু দে গুহ, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান জসীম উদ্দিন সহ এলাকার নাগরিকগণ।