গোপাল সিং, খোয়াই, ২৩ সেপ্টেম্বর || বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দু-দুটি বসত ঘর। পৃথক দুটি অগ্নিকান্ড ঘটে খোয়াই থানাধীন সোনাতলা ও বিপিসি পাড়ায়। পূর্ব সোনাতলা বাসুদেব বাড়িস্থিত ৫নং ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না দেবনাথ ওনার বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুঁটে আসে দমকল বাহিনী। কিন্তু শেষ রক্ষা হয়নি।
অপরদিকে খোয়াই বিপিসি পাড়া এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল গোটা বসত ঘর। মালিকের নাম রজত চৌধুরী বলে জানা গেছে। খবর পেয়ে দমকল কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় বসত ঘরটি।
খবর পেয়ে এদিন খোয়াই বিপিসি পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ একাধিক নেতৃত্বরা।