আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || রাতের শহরে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক মহিলা সহ তিন যুবক। জানা যায়, রবিবার রাতে অসংলগ্ন অবস্থায় শহরের হেরিটেজ পার্কের সামনে থেকে এক মহিলা সহ তিন যুবককে আটক করে পুলিশ। ঘটনায় যারা গেছে, হেরিটেজ পার্ক এলাকার কিছু লোক TR01 BU 0375 নম্বরের গাড়ির মধ্যে অশ্লীল কার্যকলাপ সংঘটিত করছিল এক মহিলা সহ তিন যুবক। গাড়ির মধ্যে মদ্যপানে লিপ্ত ছিল মহিলা সহ আরো তিনজন যুবক। ঘটনাটি দেখে সাথে সাথে পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বাড়ি জিরানিয়া দাস পাড়া এলাকায়।