বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পুর পরিষদের যৌথ উদ্দ্যোগে যথাযথ মর্যাদার সহিত পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তি বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, কাউন্সিলার নেপালচন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী পরিক্ষিৎ দের্বমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা উনাদের বক্তব্যের মাধ্যমে পন্ডীত দীনদয়লা উপাধ্যায়ের জীবন কাহিনী ও উনার মূল লক্ষ্য উদ্দ্যেশ্য নিয়ে কিছু তথ্য জনসন্মুখে তুলে ধরেন।