আগরতলা, ১৮ মে ।। সোমবার খুমলুনঙয়ের পরিষদিয় ভবনে এডিসি নির্বাচনে বিভিন্ন দপ্তরের কার্যনির্বাহী সদস্যরা শপথ নেয়। সোমবার পরিষদিয় ভবনে এডিসি’র চেয়ারম্যান হিসেবে রঞ্জিত দেববর্মা এবং মূখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রাধাচরণ দেববর্মা শপথ নিলেন। সাম্প্রতিক এডিসি নির্বাচনে বামফ্রন্টের ২৮ জন সদস্যের শপথ গ্রহন অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে। শপথ গ্রহন অনুষ্ঠান খুমলুনঙয়ে পরিষদিয় ভবনে শপথ বাক্য পাঠ করান আইন সচিব দাতা মোহন জমাতীয়া। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।