বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || অন্যান্য বছরের ন্যায় এই বছরও এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরষ্কার বিতরনী উৎসব ও শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বুধবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি স্বপন চন্দ্র দাস, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নিলরতন মজুমদার, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গৌতম মজুমদার, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ সহ অন্যান্যরা। বর্তমান সময়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালন কমিটির সফলতায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অনেকটা মান উন্নয়ন হয়েছে। এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে এই বিদ্যালয় থেকে সেরা দশের মধ্যে তিন জন স্থান অর্জন করেছে। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতেবগিয়ে মন্ত্রী জানান, এই বিদ্যালয়ের উন্নয়নে বিদ্যালয়ে একটি হোষ্টেল নির্মান করাহবে অপরদিকে বিদ্যালয়ের মাঠের উন্নয়ন করা হবে যার অনুমোদন হয়ে গেছে। তিন কুটি টাকার অধিক অর্থ ব্যায় করে মাঠের উন্নয়ন করা হবে। মন্ত্রীর এইধরনের উন্নয়নমূলক কর্মসূচীর জন্য সকলে মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। জোলাইবাড়ীবাসী এমন একজন মানুষকে মন্ত্রী হিসাবে কাছে পেয়ে খুবই আনন্দিত।
জানা যায়, আগামী কিছুদিনের মধ্যে এই বিদ্যালয়ে ৭৫ বছরের গোল্ডেন জুবলি উৎযাপন করা হবে।