পুর পরিষদের উদাসীনতায় পাণীয় জলের উৎস থেকে বঞ্চিত খোয়াইবাসী

গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || খোয়াই পুর পরিষদের উদাসীনতায় পাণীয় জলের উৎস থেকে বঞ্চিত খোয়াইবাসী। খোয়াই-রাধানগর মোটর স্ট্যান্ডে একমাত্র আধুনিক জলের ফিল্টার বসানো হয়েছিল ভিন্ন জেলার যাত্রী থেকে শুরু করে খোয়াইয়ের নিত্যদিনের পথ চলতি মানুষ, যান চালকদের কথা মাথায় রেখে। কিন্তু আজ প্রায় ৮ বছর যাবত ব্যস্ততম রাস্তার পাশে অবহেলায় পড়ে আছে আধুনিক পাণীয় জলের ফিল্টারটি। ফিল্টারটি বেশ বড়ো আকারে তৈরী করা হয়েছিল। কিন্তু খোয়াই পুর পরিষদের অবহেলায় বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। এবিষয়ে খোয়াই পুর পরিষদকে বারবার অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে পুলিশ ও বাস টিকিট কাউন্টার এবং মারুতি গাড়ী চালকের দখলে রয়েছে অকেজো পাণীয় জলের ফিল্টারটি। খোয়াইবাসীর দাবি শীঘ্রই যেন আধুনিক জলের ফিল্টারটি ফের একবার চালু করা হউক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*