বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার ভারতীয় মজদুর সংঘের বাস ও জীপ চালক সংঘের নেতৃত্বরা সর্বদা শ্রমিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে আসন্ন দূর্গোৎসবকে কেন্দ্র করে এক বিশেষ কর্মসূচী হাতে নিলো সংঘের নেতৃত্বরা। বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে যানচালকারা যাতে করে আনন্দের মধ্য দিয়ে কাটাতে পারে তারই প্রয়াস চালিয়ে গেছে শান্তিরবাজার বাস জীপ চালক সংঘের নেতৃত্বরা।
সংঘের নেতৃত্বদের উদ্দ্যোগে আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজারে যান চালকদের হাতে পূজার বোনাস প্রদান করলো। রাজ্যে আর কোথাও এইধরনের চিত্র এখনো পর্যন্ত দেখা যায়নি। বিগত দিনে বাম আমলে ছারপত্রের নাম করে যানচালকদের কাছ থেকে অর্থ আদায় করে নেতৃত্বরা নিজেদের পকেট ভারি করতো। বর্তমান সময়ে ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে। যার ফলে সারা রাজের মধ্যে শান্তিরবাজরে বাস জীপ চালক সংঘের নেতৃত্বরা এইধরনের কর্মসূচী হাতে নিয়েছে। বৃহস্পতিবার সংঘের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বাস জীপ চাকলক সংঘের সভাপতি অলক দাস, সম্পাদক শিবু রায় মুহুরী, অফিস কেশিয়ার পরিমল চৌঁধুরী, অফিস সেক্রেটারী আশিষ দাস সহ অন্যান্যরা।