মহকুমা প্রসাশন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্দ্যোগে বিভিন্ন দোকানে বিশেষ অভিযান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ সেপ্টেম্বর || বন্যার পরবর্তী সময় দ্রব্যমূল্য অনেকটা বৃদ্ধী পেয়েছে শান্তিরবাজারে। কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী পেঁয়াজ, আলু সহ বিভিন্ন দ্রব্যসামগ্রীর বেশি মূল্যে বিক্রি করছে। এইসকল অভিযোগ পাবার পর জনস্বার্থে মাঠে নামলো শান্তিরবাজার মহকুমা প্রসাশন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় শান্তিরবাজার শহরে বিভিন্ন দোকানে মহকুমা প্রসাশন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্দ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে বিভিন্ন মুদী দোকান থেকে অবৈধভাবে রাখা প্লাষ্টিকের ক্যারিবেগ, মেয়াদ উক্তিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।  তার পাশাপাশি দোকানের বৈধ কাগজপত্র আছে কিনা তা জাচাই করা হয়।
এদিন এই অভিযানের মাধ্যমে শান্তিরবাজারে পেঁয়াজের মূল্য জাচাই করেন প্রসাশনিক আধিকারিকরা। যেসকল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বেশি রাখছেন ও যে সকল দোকানে প্লাষ্টিক ও মেয়াদ উক্তিন্ন খাদ্যসামগ্রী পেয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম সৌমেন দেব, ফুড ইনেস্পক্টর মলয় চৌঁধুরী, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। অভিযান শেষে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে ডি সি এম সৌমেন দেব জানান, উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*