সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ সেপ্টেম্বর || গন্ডাছড়া প্রাকৃতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী সাধারণ মানুষের ক্ষতিপূরণের দাবিতে সরব রাইমমাভ্যলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা যদি সরকার না করে তাহলে যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দিলেন যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার। বৃহস্পতিবার বিকেলে গন্ডাছড়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুশিয়ারি দেন ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার। তিনি জানান, প্রাকৃতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের এখন পর্যন্ত সরকারি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। শুধুমাত্র কিছু কিছু কৃষকদের ১,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একজন কৃষকের ক্ষতির পরিমাণ অনেক বেশি এই ১,০০০ টাকা দিয়ে কি করবে একজন কৃষক। তাই কৃষক সহ সমস্ত ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার। যদি এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া না হয় বৃহত্তর আন্দোলনে যাবে ব্লক যুব কংগ্রেস এবং রাইমাভ্যেলী ব্লক কংগ্রেস দল।