আগরতলা, ১৮ মে ।। সোমবার সস্ত্রীক রাজ্য ত্যাগ করলেন বিদায়ী রাজ্যপাল পি বি আচারিয়া। সোমবার মূখ্যমন্ত্রী মানিক সরকার বিদায়ী রাজ্যপাল পি বি আচারিয়ার সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎকার করেন। বিদায়ী রাজ্যপাল পি বি আচারিয়া রাজ্য ত্যাগের আগে রাজভবনে এক সভায় বলেন সমাজ যদি শিক্ষিত না হয় তবে উন্নয়ন আসবেনা, তিনি আরও বলেন ত্রিপুরায় অগ্রগতির জন্য উপজাতি ও অন্যান্য জনগোষ্ঠঈর মধ্যে দৃঢ় সুসম্পর্ক থাকা প্রয়োজন।
আগামী ১৯শে মে মঙ্গলবার দুপুরের বিমানে আগরতলা আসছেন রাজ্যের ভাবী রাজ্যপাল তথাগত রায়, ২০ মে বুধবার শপথ নেবেন তিনি। রবিবার সন্ধ্যায় রাজভবনে বিদায়ী রাজ্যপাল পি বি আচারিয়াকে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়েছিল। রাজ্যসরকারের পক্ষ থেকে রাজ্যপালের হাতে স্মারক উপহার তুলে দেন উপজাতি কল্যান মন্ত্রী অঘোর দেববর্মা।