মৎস্য ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মৎস্য দপ্তরের ফিশারী সুপার

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ সেপ্টেম্বর || গন্ডাছড়া মৎস্য দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে গন্ডাছড়া মৎস্য দপ্তরের অফিস কক্ষে গন্ডাছড়া সমস্ত বাজারের মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে মিলিত হন গন্ডাছড়া মৎস্য দপ্তরের ফিশারী সুপার মদন ত্রিপুরা। মূলত মৎস্য  ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো বিগত প্রাকৃতিক বন্যায় মৎস্য বাজারগুলোতে কি পরিমান ক্ষতি হয়েছে, পাশাপাশি বাজারগুলোতে কতগুলী মৎস্য ব্যবসায়ী রয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান ফিশারী সুপার মদন ত্রিপুরা। তিনি আরো জানান, বর্তমানে গণ্ডাছাড়া মহকুমার বাজারগুলোতে নিজস্ব পুকুর বা হ্রদের মাছের উৎপাদন অনেকটাই কম। সকলেই ডুম্বুর জলাশয়ের মাছের উপরেই নির্ভরশীল। মৎস ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি রাখা হয়। গন্ডাছড়া মহকুমার প্রতিটি বাজারে আধুনিক মানের মৎস্য বাজার নির্মাণ। মহকুমার প্রত্যেকটি মৎস্য বাজারের পাশাপাশি সরকারিভাবে বরফ  ফ্যাক্টরি নির্মাণ করার দাবি রাখা হয়। ফিশারী সুপার মদন ত্রিপুরা বলেন, এই দাবিগুলি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তিনি পাঠাবেন এবং আগামী কিছুদিনের মধ্যেই এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন বলে জানান তিনি। মৎস্য ব্যবসায়ীদের দাবি অনুযায়ী উক্ত প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবেন মহকুমার প্রতিটি বাজারের মৎস্য ব্যবসায়ীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*