আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। আগামী ২০২৬ পর্যন্ত দুই বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি কিরিটি দত্ত, অনির্বাণ দেব, সাধারণ সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অভিষেক দেববর্মা, বিশ্বজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ মেঘধন দেব, কার্যকরী সদস্য প্রসেনজিৎ সাহা, বাপন দাস, প্রণব শীল, সুব্রত দেবনাথ, মৃদুল চক্রবর্তী, জাকির হোসেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা বারোটায় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে জেআরসি’র বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক অভিষেক দে তাঁর সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মেঘধন দেব বার্ষিক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করলে উপস্থিত অধিকাংশ সদস্যরাই তা নিয়ে আলোচনা করেন এবং সবশেষে ধ্বনী ভোটে সেগুলো গৃহীত হয়। উপস্থিত সদস্যদের মধ্যে জাকির হোসেন, প্রসেনজিৎ সাহা, দিব্যেন্দু দে, বিষ্ণুপদ বণিক, মিল্টন ধর, বাপন দাস, পরিচলন কমিটির সদস্য মৃদুল চক্রবর্তী, অনির্বাণ দেব, কৌশিক সমাজপতি, বিশ্বজিৎ দেবনাথ, প্রণব শীল, অভিষেক দেববর্মা, সুব্রত দেবনাথ প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় মনোনীত প্রোটেম প্রেসিডেন্ট অভিষেক দেববর্মা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন কার্যকরী কমিটি গঠিত হলে তার ঘোষণা দেন। উপস্থিত সদস্যদের থেকে উত্থাপিত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়িত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বার্ষিক সাধারণ সম্মেলনে ক্লাবের সকল সদস্যদের পাশাপাশি ভাতৃপ্রতিম অন্যান্য ক্লাবসমূহ এবং স্পন্সররের ভূমিকায় যাঁরা এগিয়ে এসেছেন প্রত্যেককে ক্লাব সভাপতি সুপ্রভাত দেবনাথ ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক অভিষেক দে-ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।