আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || রাজধানীর বিবেকানন্দ বেয়ামাগার স্থাপনের ৭৫’তম বছর উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার আগরতলা গঙ্গাইল রোডস্থিত বিবেকানন্দ বেয়ামাগারে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দেশের গর্ব জিমনাস্ট দীপা কর্মকার সহ ব্যায়ামাগারের সদস্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মহোৎসবকে ক্রমাগত উৎযাপনের মাধ্যমে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব।