আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || রাজ্য সফরে এসেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ। গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে শনিবার চার্টাড বিমানে রাজ্যে এসেছেন তিনি। গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে সব প্রদেশের সফরে তিনি যাচ্ছেন। জনগণের নিকট তাঁর বার্তা তুলে দিচ্ছেন।
এদিন রাজধানীর জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সনাতনের পরম্পরায় গো মাতার পূজা হয়ে থাকে। গোহত্যা বন্ধ করতে সনাতনীদের একত্রে এগিয়ে আসতে হবে। গরুকে মাতা ঘোষণার দাবিতে ভারত যাত্রার অধীনে গো পতাকা স্থাপন করবেন বলে জানান তিনি।