সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ সেপ্টেম্বর || শনিবার রাত ৯টায় গন্ডাছড়া সফরে আসলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি গন্ডাছড়া সফরে এসে গন্ডাছড়া কংগ্রেস ভবনে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইমাভ্যেলী ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত ত্রিপুরা, রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার সহ অন্যান্যরা। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ৩০শে সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে ত্রিপুরার প্রত্যেকটি জেলা এবং মহকুমাতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে।
তাছাড়া তিনি এই বছর গন্ডাছড়া মহকুমা দুর্গাপূজা হচ্ছে না সেই বিষয় নিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই বছর গন্ডাছড়া মহকুমাতে হচ্ছে না দুর্গাপূজাভ। তিনি বলেন, দুর্গাপূজা হচ্ছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব, ত্রিপুরা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি এই মহকুমাতে যেন দুর্গাপূজা হয় সেই ব্যাপারে প্রশাসন সহযোগিতা করে প্রশাসন উদ্যোগ নেক। তিনি আরো বলেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক গোষ্ঠী কোন্দলের ফলে বহু মানুষ ঘর ছাড়া। এই ক্ষতিগ্রস্তদের উৎসবের যে আনন্দ বা উৎসবের যে প্রস্তুতি এটা সম্ভব নয়।