আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || রবিবার শান্তিরবাজার মহকুমায় বাইখোরা ব্লকের অন্তর্গত গোপাল পাড়া এডিসি ভিলেজে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে জামা কাপড় বিতরণ করা হয়। এদিন সিপিআই’র তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই নেতা মনোরঞ্জন ত্রিপুরা, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বিকাশ দে, সিপিআই নেতা সমীর রিয়াং, রতন ত্রিপুরা, সাজান মিঞা প্রমুখ।