গোপাল সিং, খোয়াই, ৩০ সেপ্টেম্বর || সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই মহকুমা শাসকের নিকট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, গরীব মেহনতি মানুষের ক্ষতিপূরণ আদায় করার লক্ষ্যে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই ডেপুটেশনের প্রতিনিধিত্ব করেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য সহ অন্যান্যরা।