আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || রবিবার আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের ১৫’তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক তথা আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব্বর্মা। তাছাড়াও অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সধারন সম্পাদক মনমোহন রাজবংশী। এই দিন প্রদীপ প্রজ্জোলন করে ১৫’তম দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা করেন অতিথিরা।