খেলাধুলা ডেস্ক ।। মুম্বাইয়ের প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন লেন্ড সিমন্স ও পার্থিব প্যাটেল ৷ সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে দলেক বড় ইনিংসে পৌঁছে দিলেন কিয়েরন পোলার্ড ৷ তার ১৬ বলে ঝোড়ো ৪১ রানের সুবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম প্লে অফে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ তুলল মুম্বাই ইন্ডিয়ান্স ৷আর সেই রান করতে গিয়ে চেন্নাই সুপার কিংস গুটিয়ে গেল ১৬২ রানে। ২৫ রানে হেরে যাই ধোনিরা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ রবিচন্দ্রন অশ্বিনের হাতে নতুন বল তুলে দিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি ৷ পরিকল্পনা কাজে লাগেনি ৷ ওপেনিং জুটিতে সিমন্স (৬৫) ও পার্থিব (৩৫) তোলে ৯০ ৷ রোহিত শর্মা (১৯) দলকে বেশিদূর টানতে না পারলেও পোলার্ডের দুরন্ত ইনিংস মুম্বাইকে ভালো জায়গায় পৌঁছে দেয় ৷
আগামীকাল রাজস্থান ও বেঙ্গালুরুরের মধ্যকার ম্যাচে যে দল জিতবে তার সাথে খেলবে চেন্নাই। এবং সেখান থেকে যে জিতবে সেই দল মুম্বাইয়ের মুখোমুখি হবে ফাইনালে।