আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট সচিন কুমার দেব বর্মণের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে সুর সম্রাট সচিন কুমার দেব বর্মণের অবক্ষয় মূর্তিতে মাল্যদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দত্ত, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।