আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ মাইনোরিটি দপ্তরে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের অভিযোগ সংখ্যালঘু যারা বহিরাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে, তাদের মধ্যে রাজ্য সরকার থেকে বিএড কোর্স করার জন্য প্রতিবছর ৯০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হতো। কিন্তু রাজ্য সরকার এ বছর তা কমিয়ে ৫০ হাজার টাকা করেছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি তাদের অভিযোগ, সেই টাকা সময়মতো প্রদান করা হচ্ছে না। তাদের দাবী, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা ৯০ হাজার টাকা থেকে যেন না কমানো হয়। পাশাপাশি সময়মতো যেন তা প্রদান করা হয় সেই দাবিতে আজকের এই ডেপুটেশন।