বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || অন্যান্য বছরের ন্যায় এই বছরও একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতে নিয়ে শান্তিরবাজার মহকুমার সাঁচীরামবাড়ী এলাকায় অবস্থিত নবমবাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়াটারে অনুষ্ঠিত হয় ২৩’তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অভিতাভ রঞ্জন। এদিন প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ জি এস রাও, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ চেরিভ মারাক, এসিডেন্ট ইনেস্পেক্টর জেনারেল অফ পুলিশ আর ডারলং, দক্ষিন ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা, নবম বাহিনী টি এস আর’র কমানডেন্ট অলোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা প্রথমে নবম বাহিনী টি এস আর জোওয়ানদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন। সেখানে রক্তদানে জোওয়ানদের রক্তদানে উৎসাহিত করেন রাজ্য পুলিশের মহানির্দেশক। রক্তদান শিবির থেকে টি এস আর জোওয়ানদের দ্বারা দেওয়া বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন তিনি। পরবর্তী সময় ফটো ষ্টল পরিদর্শন করেন তিনি। ফটো ষ্টলের মধ্যে নবম বাহিনী টি আর জোওয়ানদের বিভিন্ন কর্মসূচী প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের হাতে পূজা উপলক্ষ্যে কিছু বস্ত্র তুলে দেওয়া হয। সেখান থেকে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দরা টি এস আর জোওয়ানদের দ্বারা আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের টি এস আর জোওয়ানদের বিভিন্ন কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। এইবছর বন্যায় লোকজনদের সাহাযার্থে বিশেষ ভূমিকা পালন করেছে টি এস আর জোওয়ানরা। নবম বাহিনী টি এস আর জোওয়ানদের মধ্যে নায়েবসুবেদার পিন্টু দাস বন্যাচলাকালিন লোকজনদের উদ্ধার কাজে উনার টিম নিয়ে নিষ্ঠার সহিত কাজ করে গেছেন। টি এস আর’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।