সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ অক্টোবর || বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে গন্ডাছড়ায় পালিত হলো দেশের সূর সম্রাট কুমার শচীন দেব বর্মণের ১১৮’তম জন্ম জয়ন্তী মহোৎসব। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে মহকুমার সরমা এলাকার কবিগুরু স্মৃতি বিদ্যা ভবনের সাংস্কৃতিক হলে দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ চাকমা। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কলই। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে সকল অংশের ছাত্রছাত্রী এবং শিল্পীরা উপস্থিত ছিলেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ চাকমা। স্বাগত ভাষণ রাখেন এসআইও ফকর উদ্দীন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা দিনটির তাৎপর্য এবং সূর সম্রাট কুমার শচীন দেব বর্মণের জীবনী আলোকপাত করে বক্তব্য রাখেন।