জাতীয় ডেস্ক ।। “আগে আপনারা ভারতে জন্মগ্রহণের জন্য লজ্জা বোধ করতেন। এখন আপনারা দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে গর্ব অনুভব করবেন”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যই তৈরি হয়েছে বিতর্ক। ভারতে জন্মগ্রহণ করে ভারতীয়রা কী সত্যিই লজ্জা বোধ করেন?
সম্প্রতি বিদেশ সফরে গিয়ে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচনার মুখে পরতে হয় খোদ প্রধানমন্ত্রীকেও।
নিজের দেশকে প্রধানমন্ত্রী অপমান করেছেন বলে সমালোচনার ঝড় উঠেছে টুইটারেও।#ModiInsultIndia-য় অনেকেই টুইট করেছেন, ‘মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বিদেশে গিয়ে যিনি একজন ভারতীয় হওয়ার জন্য অপমানিত বোধ করছেন’।