দেবজিত চক্রবর্তী , আগরতলা, ১৯ মে ।। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারে বামপন্থী ছাত্র যুব সংগঠন ১৯ মে গোটা রাজ্যে কেন্দ্রীয় সরকারের জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম কর্মসূচী পালন করে। শহরের বিভিন্ন স্থানে ১০টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা রাস্তা বন্ধ করে দেয়। বেলা ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের এই চাক্কা জ্যামের ফলে সব ধরনের বাহনের চাকা আটকা পড়ে। ১০টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হয়েছে গোটা রাজ্যে।