সুব্রত দাস, গন্ডাছড়া, ০৩ অক্টোবর || বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষকদের তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করতে হবে। কৃষকদের উপযুক্ত ও যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান করতে হবে। এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে এবং গন্ডাছড়া মহকুমায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য দাবি আদায়ের দাবিতে বৃহস্পতিবার দুপুরে গন্ডাছড়া কৃষি দপ্তর ঘেরাও করলো রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেস এবং কিষাণ কংগ্রেস। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চকামা, রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, রাইমাভ্যেলী ব্লক কংগ্রেসের সম্পাদক কর্ণ জয় ত্রিপুরা, OBC চেয়ারম্যান রুপেশ কপালি, কিষান কংগ্রেস নেতা সুরেশ সরকার সহ অন্যান্যরা।