বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর || হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এইবছর বন্যার ফলে রাজ্যের সবত্র লোকজনেরা ক্ষতির সন্মুখিন হয়েছে। তাই সকলকের দুঃখ কষ্ট দূর করার লক্ষ্যে সারা রাজ্যে লোকজনদের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
শুক্রবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ী বাজারে ও কুষারঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদে রমধ্যে কিছু ত্রান সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি। এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি’র দক্ষিণ জেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি’র দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তমাল বৈদ্য সহ অন্যান্যরা।