সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ অক্টোবর || বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা রীতিমতো প্রাতিষ্ঠানিক চেহারা ধারন করেছে। সোমবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানা এলাকার ৩৯ মাইল এলাকাতে দৈত্যাকৃতির এক বাস গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১৩ বছর বয়সি স্কুল ছাত্রীর, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যায়, AS01NC1128 নম্বরের দৈত্যাকৃতির বাস গাড়িটি আগরতলার দিক থেকে বহিঃ রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল। কোনভাবে ৩৯ মাইল এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে দূরে সরে যায় এবং সেই সময় এক ছাত্রী গাড়ির চাকার তলে পিষ্ট হয়, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও গাড়ির চাকার নিচে আটকে থাকা মেয়েটিকে উদ্ধার করতে পারছিল না, একটা সময়ের ড্রজারের সাহায্যে গাড়িটি সরিয়ে মেয়েটি’কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্ব পালনরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এছাড়াও আরো দুইজন গুরুতর আহত হয়েছে বলে খবর।
ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনুমান করা হচ্ছে চালকের অসাবধানতার ফলেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে যেভাবে পাহাড়ি পথের দৈত্যাকৃত বাস গাড়িগুলো প্রচন্ড গতি নিয়ে চলে সেই বিষয়ে প্রশাসন’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি উঠছে।
এদিকে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় এবং কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করুক এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে।