সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ অক্টোবর || গন্ডাছড়া সিপিআই(এম)’র দলপতি পাড়া এডিসি ভেলিজের ব্রাঞ্চ সম্পাদক যোগ দিল আই পি এফ টি দলে। ঘোষণা হয়নি এখনো এডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচন। এরই মধ্যে নিজেদের শক্তি বাড়াতে জোরকদমে মাঠে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি’র জোট শরিক আই পি এফ টি।
সোমবার বিকেলে আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির দলীয় পার্টি অফিসে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভার মধ্য দিয়ে গন্ডাছড়া সিপিআই(এম)’র দলপতি পাড়া এডিসি ভেলিজের ব্রাঞ্চ সম্পাদক খর্গ জয় ত্রিপুরা সহ ১০ জন ভোটার যোগ দিল আই পি এফ টি’তে। তাদেরকে দলে বরণ করে নেন আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা, আই পি এফ টি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সহ-সভাপতি উত্তম ত্রিপুরা সহ আইপিএফটি’র অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্ব গণ।