মনের ভাবনার অতলে নীলিকার ছায়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || মানুষের ভাবনার অতলে কী যে প্রবাহিত হয় কেউই বলতে পারে না। এমনই একটি অসামান্য ভাবনার প্রকাশ ঘটেছে ৭ই অক্টোবর। তা-ও আবার কবির ভাবনা বলে কথা। কবি বলতে যাঁর কথা বলছি, তিনি কবি অভীককুমার দে। যাঁর মনের ভাবনার অতলে নীলিকার ছায়া। কখনো অন্যের গাড়ি চালিয়ে কখনো বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের মিটারের রিডিং সংগ্রহ করে নিজের কষ্টার্জিত টাকায় বাড়িতে গ্ৰন্থাগার, পাঠাগার ও লিটল ম্যগাজিন সংগ্ৰহশালা চালু করলেন কবি অভীককুমার দে। শিক্ষাবিজ্ঞানে স্নাতক পাশ করা অভীকের বহুদিনের স্বপ্ন ছিল বাড়িতে গ্ৰন্থাগার, পাঠাগার ও লিটল ম্যগাজিন সংগ্ৰহশালা তৈরি করার। এই লক্ষ্যে বাইখোড়ার সমভাবাপন্ন কিছু মানুষকে নিয়ে ২০১৭ সালে তৈরি করেন সমভূমি সামাজিক সংস্থা। বাইখোড়ার পশ্চিম চরকবাইয়ে অভীকের পৈত্রিক ভিটেয় সমভূমি সামাজিক  সংস্থার উদ্যোগে তার পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠা সমভূমি গ্ৰন্থাগার, পাঠাগার ও লিটল ম্যগাজিন সংগ্ৰহশালার আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। জীবনের জন্য উপার্জনের কথা না ভেবে ৫ মাস ধরে সাড়ে ৮ লাখ টাকা খরচ করে ১৫×২০ স্কোয়ার ফুটের পাঠাগার ও ১৫×৩৫ স্কোয়ার ফুটের একটি বহুমুখী অনুষ্ঠান কক্ষ তৈরি করেন অভীকরা৷ ছেলের স্বপ্ন সাকার করতে অভীকের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রমানাথ দে নিজের পেনশনের টাকাও খরচ করেছেন। আর্থিক সহযোগিতা পেয়েছেন সংগীতশিল্পী স্ত্রী সুস্মিতা চক্রবর্তী ও সমভূমি সংস্থার কয়েকজন সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ প্রিয়জনের কাছ থেকে। গ্রন্থাগারে অভীকের লেখা বই সহ বিভিন্ন জায়গা থেকে উপহার পাওয়া এবং নিজের সংগ্রহ করা গল্প কবিতা সহ নানা ধরনের বই রেখেছেন। স্কুল ছাত্র-ছাত্রী সহ সকল বইপ্রেমী মানুষদের সমভূমির পাঠাগারে এসে বইয়ের সঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানিয়ে রেখেছেন অভীককুমার দে।
এদিন নবনির্মিত গ্ৰন্থাগার, পাঠাগার ও লিটল ম্যগাজিন সংগ্ৰহশালার আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্যের বিশিষ্ট কবি ও সাংবাদিক জ্যোতির্ময় রায়, মুহুরী নাট্য সংস্থার সভাপতি প্রাণজীব সরকার, প্রবীণ নাট্য শিল্পী বিমল বিহারী বৈদ্য, লোকশিল্পী মনীন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।  সমভূমি সামাজিক সংস্থার সভাপতি সত্যজিৎ বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সকলকে  স্বাগত জানান সমভূমির সম্পাদক অভীককুমার দে। অনুষ্ঠানে ডোল কবিতাপত্রেরও আবরণ উন্মোচন করেন অতিথিরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বরলিপি সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত জানা যায়, স্বরলিপি সংগীত বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দেবার সুযোগ রয়েছে এবং এই বিদ্যালয় ছাড়াও দূর-দূরান্তে গিয়ে পরীক্ষা দেবার জন্য যাদের ছুটতে হয় তারাও এখানেই যোগাযোগ করে পরীক্ষায় বসতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন কবি তারাপ্রসাদ বণিক, অর্ধেন্দু ভৌমিক, অনামিকা লস্কর, সুদর্শন সদাগর, লক্ষী পাল, অদিতি দাস,
মৌসুমী চক্রবর্তী ও সুপ্রিয়া সরকার। নবনির্মিত এই গ্রন্থাগারে সংগীত শিল্পী সুস্মিতা চক্রবর্তীর  স্বরলিপি সংগীত ও মুহুরী নাট্য সংস্থার মুহুরী নাট্য বিদ্যালয়ের ক্লাসও হবে বলে জানান সমভূমি  সামাজিক সংস্থার সম্পাদক অভীককুমার দে। অনুষ্ঠানে স্কুল ছাত্রীদের স্কুল ব্যাগ উপহার দেওয়া হয় সমভূমি সামাজিক সংস্থার তরফে। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শ্যামল সরকার। নিজেরা মাটির ঘরে থাকলেও স্বপ্নের পাঠাগারের জন্য ইটের দেওয়াল টিনের ছাউনির ঘর বেঁধেছেন অভীক। তার এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*