রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পূজো, পাল পাড়ায় মৃৎ শিল্পীদের চলছে চরম ব্যস্ততা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ অক্টোবর || সদ্য সমাপ্ত হলো দশভূজা মায়ের আরাধনা বা শারদীয়ার মহোৎসব। এবার আসছে কোজাগরী লক্ষ্মী পূজা। বিশুদ্ধ পঞ্জিকামতে আগামী বুধবার এবং বৃহস্পতিবার মহা পূর্ণিমা তিথিতে প্রায় প্রতি ঘরে ঘরে কোজাগরী দেবী শ্রীশ্রী লক্ষ্মী মাতা পূজিতা হবেন। ঐদিনটিকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমার পাল পাড়ায় চলছে চরম ব্যস্ততা। রং তুলির টানে দেবী লক্ষী মাতাকে সাজিয়ে তুলছেন মৃৎ শিল্পীরা।গন্ডাছড়া মহকুমার পাল পাড়ায় গিয়ে মৃৎ শিল্পীদের এই চরম ব্যস্ততার চিত্র পরিলক্ষিত করা গেল।
পাল পাড়ার মৃৎ শিল্পী সজল রূদ্রপাল জানান, গন্ডাছড়া মহকুমার বিভিন্ন দিক চিন্তা করে সীমিত লক্ষ্মী মূর্তি তৈরী করেছেন তিনি। গত বছরে ৪০০ মূর্তি তৈরী করেছিলেন মৃৎ শিল্পী। এবার তিনি লক্ষ্মী মূর্তি তৈরী করেছেন গতবারের তুলনায় অর্ধেক মানে ২০০টি। সজল রুদ্রপাল জানান, মূর্তির রং তুলি এবং বিভিন্ন সাজ সরঞ্জামের মূল্য আকাশ ছোঁয়া। কিন্তু প্রতিযোগীতার বাজারে মূর্তির মূল্য তুলনা মূলক একেবারেই তলানিতে। ফলে মূর্তি তৈরী করে বাড়তি আয় করা খূবই কঠিন। তবে লক্ষ্মী মায়ের মূর্তি তৈরীর কাজটি বাড়িতে করার ফলে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে বাড়ীর সকলে মিলে করা যায়। ফলে কিছুটা হলেও পুষিয়ে যায়। সব মিলিয়ে নানা সমস্যার মাঝেও গন্ডাছড়া মহকুমার পাল পাড়ায় দেবী লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়ে গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*