বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ অক্টোবর || সালথাংমনু পঞ্চায়েত সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে থাকার ফলে দুর্ঘটনার স্বীকার একটি গাড়ী। ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় মনপাথর ফাঁড়ী থানার অধীনে সালথাং মনু পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ সি এ ০২২২ নাম্বারের ইনোভা গাড়ী নিয়ন্ত্রয় হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। জানা যায়, গাড়ীটি শান্তিরবাজার থেকে উদয়পুরের উদ্দ্যোশ্যে যাচ্ছিলো। দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস সহ আরক্ষা দপ্তরের কর্মীরা। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমর সামনে জানান মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস। তিনি জানান, দুর্ঘটনায় গাড়ীর কিছুটি ক্ষতিগ্রস্থ হলেও যাত্রীরা বেশী আহত হয়নি। জানা যায়, গাড়ীতে ৪ জন ছিলো। এই চারজন সামান্য আহত হোওয়াতে দমকলবাহিনীর কর্মীরা ৪ জনকে চিকিৎসার জন্য স্থানীয় তৈকর্ম উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে গাড়ীটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।