বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ অক্টোবর || বগাফায় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় ৪ জন।ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা এলাকায় ধনীচনদ্র পারায় লক্ষীছড়া রাস্তার মুখে টি আর ০৩ বি ৮৭২৩ নাম্বারের বাইক ও টি আর ০৮ ই ৭৫৭৭ নাম্বারের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই বাইকে থাকা ৪ জন রাস্তায় ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।