লাইনচ্যুত হল আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর || লাইনচ্যুত হল ১২৫২০ আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ট্রেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে দিবালং স্টেশনে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ট্রেনটি। ট্রেনের ইঞ্জিন ও আটটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পরই আসামের লামডিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। এদিকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। লামডিং-এর হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৬৭৪২৬৩১২০ এবং ০৩৬৭৪২৬৩১২৬।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*